স্টাফ রিপাের্টার: গােপালগঞ্জের কােটালীপাড়ায় সম্প্রতি বেড়েছে কনজাংটিভাইটিস বা চােখ ওঠা রােগের প্রকাপ। এতে উপজেলার বিভিন্ন এলাকায় ফামির্সীগুলােতে সংকট দেখা দিয়েছে চােখের ড্রপের। চাহিদামতো ড্রপ না পেয়ে চরম ভােগান্তিতে পড়েছে রােগিরা। গত কয়ক দিন আক্রান্ত হয়েছেন শত শত নারী পুরুষ ও শিশুরা।
প্রতিদিন বেড়েই চলেছে চােখ ওঠা রােগির সংখ্যা। জানা যায়, প্রায় প্রত্যেক গ্রামই হানা দিয়েছে এ রােগ।
প্রতিদিনই গ্রাম্য চিকিৎসক ও সরকারি হাসপাতালে ভীড় করছেন এ রােগে আক্রান্তরা। চােখ লাল হওয়া, পানি পড়া, ময়লা হওয়া, ব্যথা অনুভব করা, রােদ অসস্তি লাগা হচ্ছে এ রােগের প্রধান লক্ষণ। এ রােগে আক্রান্ত শিশুরা ৪/৫ দিনের মধ্যে ভালাে হলেও বড়েদর ক্ষেত্রে ৮/১০ সময় লাগে।
উপজেলা হাসপাতাল সংলগ্ন মেসার্স মা মোডিকেল হলের সত্বাধিকারী পংকজ বালা এবং মেসার্স সবুজ ফার্মেসীর শহিদুল ইসলাম সিকদার এই প্রতিবদককে জানান- সম্প্রতি চােখ ওঠা রাগের প্রকাপ বেড়ে যাওয়ায় হঠাৎ চােখের ড্রপের চরম সংকট দেখা দিয়েছে, কােম্পানিকে অর্ডার দিয়েও ড্রাপ পাওয়া যাচ্ছে না।
উপজলা স্বাস্থ্য কম্পেলক্সের আবাসকি মেডিকেল অফিসার ইব্রাহিম মােল্লা জানান- চােখ ওঠা একটি ভাইরাস জনিত ছােয়াচে রােগ, আক্রান্ত হলেও চিন্তার কােন কারন নেই, বেশি সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নদাসন গুপ্তা বলেন- আতংকিত হওয়ার কিছুই নেই, উপজেলা হাসপাতালে ড্রপের কােন সংকট নেই।
Leave a Reply