স্টাফ রিপার্টার: গােপালগঞ্জর কােটালীপাড়ায় বাস চাপায় অংকন বিশ্বাস (২২) নামক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঐ বাসের অন্য ৫ যাত্রী আহত হয়।
নিহত অংকন তারাশি গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। বুধবার সকালে গােপালগঞ্জ – কােটালীপাড়া সড়কের তারাশি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী তারাশি বাসস্ট্যান্ডের দিকে হেটে যাছিল, এ সময় গােপালগঞ্জ থেকে ছেড়ে আসা পয়সার হাট গামী, ঢাকা- চ, ৩৩৩৯ নম্বরের ওসমান পরিবহনের যাত্রিবাহী লােকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাকে চাপা দিয়ে পরে নামফলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মত্যু হয় অংকনের।
আহতদের চিকিৎসার জন্য কােটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয় কােটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, নিহতের পরিবার মামলা করবে না, বাসটি পুলিশ হেফাজতে আছে, চালক পলাতক রয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
Leave a Reply