প্রত্যক্ষদর্শী ও নিহতর চাচা বলেন, ঐশীর বাবা ও দাদা স্টশন চা-পানর দাকান করেন। প্রতিদিন বাড়ি থেকে বাবার দাকান ৩-৪ বার যাওয়া-আসা করে ঐশী। আজকে ও বাবার দাকান থেকে ঐশীর বয়সরে আর ২ জন মােট ৩ জন বাড়ি যাওয়ার পথে অন্য ২টি শিশু পার হলেও ট্রেনের ধাক্কায় মারা যায়। ঢাকা থেকে ছাড় আসা চিলাহাটি অভিমূখী নীলসাগর আন্তঃগর ট্রেনটি পাঁচবিবি স্টশন অতিক্রম করার সময় দূঘটনাটি ঘট।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চদ্র দেব দূর্ঘটনার সতত্যা নিশ্চিত করেন।
Leave a Reply