স্টাফ রিপাের্টার: গােপালগঞ্জের কােটালীপাড়ায় পরোকীয়া প্রেমের জেরে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী রিংকু বিশ্বাস (২২) নামক এক গহবধু। সে উপজেলার ঝুটিয়া গ্রামের গৌতম হালদারের স্ত্রী।
সােমবার (১১ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়।
জানা যায়, পার্শ্ববর্তী নয়ারবাড়ী গ্রামের বিমল মন্ডলের ছেলে বিপুল মন্ডলের সাথে নিহতের দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সুবাদে তাদের অসংখ্য অঙ্গরঙ্গের ছবি সংগ্রহ করে বিপুল। এক পর্যায় ঐ গৃহবধু পরকীয়া সম্পর্কের ইতি টানতে চাইলে প্রেমিক বিপুল সংগৃহীত ছবি নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত বিপুল মন্ডল পলাতক রয়েছে।
এ বিষয় ভাঙ্গারহাট তদন্ত কেদ্রের এএসআই শহিদুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Leave a Reply