বাংলাদেশ খবর ডেস্ক: লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযান ও রাস্তার চলাচল জটিলতা নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে থাকছে ‘বডি ওর্ন ক্যামেরা’।
সম্প্রতি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করার মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করেন।
পরে তিনি জেলা পুলিশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ নির্মূল কার্যক্রম আরো সহজতর করা এবং আইনানুগ কার্যক্রমের জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলার সকল থানা ও ট্রাফিক বিভাগের সদস্যদের মাঝে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরীসহ জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসপি ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ক্যামেরা ব্যবহারের ফলে এমন বিতর্ক আর থাকবে না। এছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা চালু থাকলে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি বলেন, জেলার ৬টি থানায় ও ট্রাফিক পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা প্রদান করা হয়েছে। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply