বাংলাদেশ খবর ডেস্ক: ইশারা ভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিজ, স্ট্রোকে প্যারালাইড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮৩ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়।
এছাড়াও জাতীয় সমাজকল্যাণ কমিটি থেকে দুস্থ ও অসহায় ৩২ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি মো. আনোয়ার হোসাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজকর্মী মনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
Leave a Reply