বাংলাদেশ খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল পাচ্ছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২০ হাজার মানুষ। শুক্রবার তিন ধাপে গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আট হাজার কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শীতার্তরাও পাবেন এসব কম্বল।
এদিন সকাল ১০টার দিকে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন খানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির মোল্লা, যুবলীগের সভাপতি আবদুর রব প্রমুখ।
এরপর বাদ জুমা জয়পুরা স্কুল অ্যান্ড কলেজ ও নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি আনোয়ার হোসেন খান।
Leave a Reply