বাংলাদেশ খবর ডেস্ক: শিশু জন্মের ৩৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই পাওয়া যাচ্ছে ৫০০ টাকা ও একটি করে চারা গাছ উপহার। মা-বাবাকে জন্মনিবন্ধনে উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর পৌরসভা।
সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ১৮ জন নবজাতকের মা-বাবার হাতে এ টাকা ও ভবিষ্যৎ বীমা হিসেবে চারা গাছ তুলে দেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।
পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, যুবলীগ নেতা নজরুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাদের সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী হন না। অনেকেই বিষয়টি নিয়ে গাফিলতি করেন। অথচ জন্ম নিবন্ধন সনদ একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম নিবন্ধনের মধ্য দিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। বিষয়টি জেনেও অনেক অভিভাবক অবহেলা করেন। বিষয়টি মাথায় রেখে এবং শিশুদের বাবা-মাকে সঠিক সময়ে সঠিকভাবে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply