জয়পুরহাট থেকে ফারহানা,
আর মাত্র কয়েকদিন বাকি, হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুগোর্ৎসবের। তাই দেবীর মূতর্ী তৈরী, রং ও পোশাক পরানো কাজে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাট জেলার প্রায় শতাধিক প্রতিমা শিল্পী। দেবী দূগার্র আগমনের মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে, আর ক’দিনের পূজা-অর্চনার পর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর সমাপ্তী ঘটবে। এ জেলার পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, সেখানে শিল্পী ও আয়োজকরা অতি ব্যস্ত নময় অতিবাহিত করছেন শেষ সময়ে এসে। বিভিন্ন উপকরণ, রং আর কাদা মাটির শৈল্পিক ছোয়ায় নির্মিত হচ্ছে দেবীর প্রতিমা।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা মন্দিরে কর্মরত জীবন কুমার পাল, সমসাবাদ মিন্দিরে কর্মরত বাচ্চু মহন্ত, কালাই উপজেলার পুনট বাজার মন্দিরে কর্মরত রঞ্জন চন্দ্র, সহ অনেক প্রতিমা শিল্পীরা জানান, বছরের অন্যান্য সময়গুলোতে তাদের অনেকেই মাটির হাঁড়ি, পাতিল, দই এর ভাঁর, ফুলের টব ইত্যাদি মাটির জিনিষপত্র তৈরী করে কোন রকমে জীব ধারন করে আসছেন। কিন্তু প্লাষ্টিক,ষ্টিল, এ্যালুমিনিয়াম ও সিরামিক সামগ্রী বাজার দখল করায় তাদের বেশ দূর্দিন কাটছে। এ অবস্থায় মাঝে মধ্যে পূজার জন্য প্রতিমা তৈরীর ডাক আসলে বেশ কিছু টাকা পাওয়া যায়, যা দিয়ে কিছু দিন ভালোই চলে বলেও জানান মৃৎ শিল্পীরা।
প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা জানান, দূর্গা পূজার জন্য প্রতি সেট প্রতিমা তৈরীতে তারা ২০ হাজার টাকা থেকে ৫০/৬০ হাজার টাকাও পারিশ্রমিক নিয়ে থাকেন। জয়পুরহাট জেলা পূজা উৎযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও জয়পুরহাট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি (পিপি) এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলার মোট ২৮৪টি মন্দিরে সমান ভাবে দূর্গা পূজার আয়োজন শান্তিপূর্ন ভাবেই চলছে। তবে করোনাকালীন এ সময় যেন স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, সে ব্যাপারে সচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে। জয়পুরহাট পুলিশ সুপার সালাম কবীর পিপিএম জানান, দূর্গা পূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশ ও অনসার ভিটিপি সদস্যরা সার্বক্ষনিক পাহারা দেবেন। এ ছাড়া ও র্যাব ও পুলিশের টহল দলও মোতায়েন করা হবে।
Leave a Reply