বুধবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, ২৮ জুন সন্ধ্যায় গাঁজা সেবনের সময় বন্ধু মুশফিক ও শান্ত মিলে রশি দিয়ে গলায় পেঁচিয়ে আরিফকে হত্যা করে। পরে অটোবাইকটি নিয়ে নির্জন স্থানে রেখে ব্যাটারী খুলে নিয়ে পালিয়ে যায়। নিহতের মরদেহ পরদিন চাকুলিয়া বিলে এবং ব্যাটারিবিহীন অটোটি পাশের কাশিমবাজার এলাকায় পাওয়া যায়।
গ্রেফতারের পর মুশফিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, সম্প্রতি অটো ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত ৩ জন খুন হয়েছেন। এসব অপরাধ দমনে পুলিশ কাজ করছে।
Leave a Reply