স্থলপথে বিজনেস ভিসায় ভারত ভ্রমণ সাময়িক সময়ের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) বিকাল থেকে এয়ার রুটে যাত্রীদের বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত বন্ধ করা হয়।
শুক্রবার (১০ ডিসেম্বর ) সকাল থেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন, বেনাপোল ইমিগ্রেশনকে বিজনেস ভিসা ও আকাশ পথের ভিসার যাত্রীদেরকে স্থলপথে না পাঠাতে অনুরোধ জানিয়েছে।
এদিকে হঠাৎ করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের এমন সিদ্ধান্তে ভারতে ঢুকতে না পেরে তিন শতাধিক পাসপোর্ট যাত্রী ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার ৬১ জনকে ফেরত দেওয়া হয়।
যাত্রী আকাশ জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যেতে বাই রোডে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু তাকে বাই এয়ারের ভিসা দিয়েছে ভারতীয় দূতাবাস। এখন আর ভারতে ঢুকতে পারছেন না।
Leave a Reply