এস.এম দুর্জয়ঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভায় জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে। (২৫ নভেম্বর) সোমবার সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে পৌর এলাকার ১,২,৩ ও ৪নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। শ্রীপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক চিশতী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল।নতুন কমিটিতে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,২নং ওয়ার্ডে সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল আলম সুজন, ৩নং ওয়ার্ডে সভাপতি কেরামত আলী, সাধারণ সম্পাদক পারভেজ রুবেল (রানা) ও ৪নং ওয়ার্ডে সভাপতি আঃ মান্নান ফকির, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রধান।সম্মেলনে রাজাবাড়ী ইউনিয়ন থেকে শতাধিক নারী-পুরুষ জাতীয় পার্টিতে যোগদান করেন।
আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ছাইফুল ইসলাম,উপজেলা শাখার জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রায়হান মোল্লা,জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি শেখ আপেল মাহমুদ, জাতীয় মটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রহিম শেখ সহ জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply