কোটালীপাড়া থেকে মোল্যা মহিউদ্দিন: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুম লাল শাপলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, সহযোগী সংগঠন, সমবায়ী ও সুধী বৃন্দের অংশগ্রহনে উক্ত অনুষ্ঠান আয়োজন করেন জাতীয় সমবায় দিবস উদ্যাপন কমিটি ও সমবায় বিভাগ কোটালীপাড়া। কোটালীপাড়া অটো রিকশা ও মাহিন্দ্র পরিবহন মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, সম্পাদক- কোটালীপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ও যুগ্ম-সাধারণ সম্পাদক কোটালীপাড়া উপজেলা শ্রমিকলীগ রফিকুল ইসলাম (পটু)। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা মোহম্মাদ জাকারিয়া। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, কোটালীপাড়া শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন সভাপতি মতিয়ার হোসেন, সমবায়ী খলিলুর রহমান দাড়িয়া, সমবায়ী কৈশল্যা বাগচী। আরও উপস্থিত ছিলেন- আলাউদ্দিন হাওলাদার, কবিরুল ইসলাম রুনি, রফিকুল ইসলাম তালুকদার, সুধন্য ঘরামী, বাবুল হাজরা প্রমুখ।
Leave a Reply