কাহারোলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুরের কাহারোল উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১১ অক্টোবর’২০২১ বেলা ৩ টার সময় উপজেলায় শারদীয় দুর্গা পূজার মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের এক ব্রিফিং অনুষ্ঠিত হয় । উক্ত ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ্ তমাল,কাহারোল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এ.এস.পি )মোঃ রওশন আলী ,কাহারোল থানার অফিসার ইনর্চাজ মোঃ রইস উদ্দীন,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সুকুমার চন্দ্র বর্ম্মন,কাহারোল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খলিল (সোহাগ) উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়, কাহারোল প্রেস ক্লাবের সদস্য মোঃ আব্দুল জলিল শাহ্ প্রমুখ । জানা যায়,কাহারোল উপজেলার ৬ টি ইউনিয়নে ৯৮ টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । এসব পূজা মন্ডপগুলোতে টহল দেওয়ার জন্য ১৩টিমের মাধ্যমে ১৫০ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ।
Leave a Reply