আগৈলঝাড়া (বরিশাল) থেকে॥এসএম ওমর আলী সানি,
১৯৭১ সালের পহেলা জ্যৈষ্ঠ (১৫ মে) এইদিনে দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ গণহত্যা দিবস বরিশালের উত্তর জনপদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ও রাংতা গ্রামের অংশের কেতনার বিলে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে জীবন দিতে হয়েছে নিরীহ দেড় সহস্রাধীক লোককে। সেদিন পাক সেনারা রাজিহার গ্রামের ১৯ জন প্রাণ হারিয়েছিলেন এবং ১২ দিনের শিশু অমৃতকে বুটের তলায় পৃষ্ট করে ও নিবারনকে ব্যানেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধাদের দাবির মুখে স্বাধীনতার সুর্বন জয়ন্তীতে দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ গণহত্যারস্থানে শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে স্মৃতিসৌধ নির্মান করা হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ গণহত্যা দিবসে সরকারি-বেসরকারি উদ্যোগে কোন কর্মসূচি পালন না করায় মানুষদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী রাজিহার গ্রামের কাশী নাথ পাত্রের পুত্র অমূল্য পাত্র জানান, ৭১’র সালের ১৪মে রবিবার মোতাবেক ১৩৭৮ সালের ১ জৈষ্ঠ স্থানীয় লোকজন ঢাল শুড়কি নিয়ে বাঁকাই গ্রামে পাক হানাদারদের চার সদস্যকে কুপিয়ে হত্যা করে। এ খবর ছড়িয়ে পরে গৌরনদী কলেজের পাক শিবিরে। তারা স্থানীয় আলবদর ও রাজাকারদের সহযোগিতায় গৌরনদী ক্যাম্প থেকে পশ্চিম দিকে চাঁদশীর বাজার হয়ে বাকাল গ্রামের দিকে ছুটে জনতার ওপর এলএমজির ব্রাশ ফায়ার শুরু করে। পাক সেনাদের ভয়ে সেদিন গ্রামের নিরীহ মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় রাংতা গ্রামের কেতনার বিলের ধান ও পাট ক্ষেতে। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানী সৈন্যরা কেতনার বিলে লুকিয়ে থাকা নিরীহ গ্রামবাসীদের পাখির মতো গুলি করে নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। এরপর রাজিহার গ্রামের কিছু ঘর আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
অমূল্য পাত্র আরও জানান, ওইসময় প্রাণ বাঁচাতে পালানো মানুষের ভীড়ে বিভৎস লাশ সৎকার বা কবর দেয়ার লোক খুঁজে পাওয়া যায়নি। তারপরেও বেঁচে যাওয়া হরলাল পাত্র ও অমূল্য পাত্রর নেতৃত্বে কয়েকজনে প্রায় দেড় শতাধিক লোকের লাশ এনে কয়েকটিস্থানে বড় বড় গর্ত করে একত্রে মাটি চাঁপা দিয়ে রাখেন।
কাশী নাথ পাত্রের আরেক পুত্র জগদীশ পাত্র জানান, জীবন বাঁচাতে তার বাবা সেদিন পালাতে চেয়েও পারেননি। পাঁচটি গুলি লেগে অবশেষে মৃত্যুরকোলে ঢলে পরেন তার বাবা।
স্বজন হারানো ধীরেন পাত্র, জগদীশ পাত্র, চাঁদশী গ্রামের প্রেমানন্দ ঘরামীসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের স্বজনরা ওইদিন পাক সেনাদের গুলিতে শহীদ হলেও আজও তাদের পরিবারকে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি পাবার জন্য জোর দাবি করেছেন।#
Leave a Reply