আবুল খায়ের শিকারি ( কুয়েত প্রবাসী )
একুশের দান স্বাধীনতা
রফিক,শফিক,বরকত ময়,
সালাম,জব্বার এক ইতিহাস
তাই একুশের নেই ক্ষয়।
বিড়ম্বনার কালো ক্লেশ
রক্তের স্রোতে ভেসে যায়,
পাষানপুরে আঘাত করে
ভানুভতির উদয় হয়।
বরকন্দাজের রণো সাঁজ
আটকাতে পারে নাই,বীর
মায়ের ভাষা আগলে বুকে
জয় করেছে তিমির।
সজল নয়নে দেখিছে মা’য়ে
বুলেট নিয়েছে তব প্রাণ,
তবুও তনয় দিয়েছে ঠেঁলে
ছিনিয়ে নিতে মায়ের সম্মান।
চৌর্যবৃত্তে আবদ্ধ জাতি
বুঝে নাই রোনাজারি,
বৃটিশের ধারা চুয়াল্লিশ খাড়া
তখন একুশে ফেব্রুয়ারি।
ভঙ্গ করিলো বঙ্গের বীণা
বাজিয়ে কোটি প্রাণে,
দানবে দেখিয়া কাঁপিছে ডরে
বাংলায় বিস্বাদ উর্দু গানে।
স্তব্ধ করিতে ভাষার দাবি
প্রস্তুত হানাদারি বুলেট বান,
বন্ধুর মিছিলে হামলে পরেছে
মারমুখি পশ্চিমা শয়তান।
শহীদ তখন পূর্ব বাংলা
পোক্ত হয়েছে স্বভাষা চাওয়া,
জীবন দাতা সূর্য সন্তান
হাজার বছরে যায় না পাওয়া।
রক্তের হোলি চলেছে ধেঁয়ে
দুর্জনের অলীক ভাবনায়,
সমাধি তাহার একাত্তরে
পশ্চিমের অসমো কামনায়।
বাঙালি জাতি গর্বিত ভাষায়
বাংলা হৃদয়ে চির বহমান,
তাই তো একুশ বিশ্ব মডেল
বাঙালি জীবনের অভিধান।
Leave a Reply