ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ফুলছড়ি সরকারি কলেজের মেধাবী ছাত্র সাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী এবং সহপাঠীরা।
বৃস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের সুখ শান্তি বাজারে এলাকা থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শেষে মানববন্ধন করেন।
এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন, সাজিদের বড় ভাই মোশারফ,জুয়েল,সাজিদের বাবা আকবর আলি, মা জুলেখা বেগম ও এলাকাবাসি নুর আলম,জাহিদ, কনকসহ অন্যরা।
এরপর জেলা প্রশাসক বরাবর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর নিজ বাড়ি থেকে সাদিজকে ডেকে নিয়ে ফুলছড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে আকাশ পরিকল্পিতভাবে হত্যা করেন । এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত মূল হত্যাকারী আকাশকে ধরতে পারেনি পুলিশ।
Leave a Reply