ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর এলাকার মৃত তাজুল ইসলাম মন্ডলের প্রবাসী দুই ছেলে জাকির হোসেন চন্দন ও আবু বক্কর সিদ্দিক জুয়েল তাদের স্ত্রীদের উপর হামলা মারপিট ও বাড়িঘর ভাঙ্গার অভিযোগ উঠেছে তাদের ছোট ভাই সাবেক সেনা সদস্য রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় পলাশবাড়ি থানায় একটি অভিযোগ দায়েল করা হয়েছে ভুক্তভোগী পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কাল ১৩ নভেম্বর বুধবার সকালে অভিযুক্ত সাবেক সেনা সদস্য রুহুল আমিন তার লোকজন নিয়ে প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি ও ঘরবাড়ি ভাঙচুর করেন এতে বাড়িতে থাকা প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীরা বাধা দিলে তাদের উপর চড়াও হয়ে হামলা মারধর করেন অভিযুক্ত রুহুল আমিন। পরে প্রবাসীর স্ত্রীরা ৯৯৯ কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রবাসী চন্দনের স্ত্রী কফিনুর বেগম জানান, বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় তাদের দেবর রুহুল আমিন দীর্ঘদিন থেকে নানা সময় নানাভাবে তাদের উপর অত্যাচার করে আসছেন এসব ঘটনায় বিভিন্ন সময় এলাকায় সালিশ দরবার হলেও কোন কিছুর তোয়াক্কা করেন না তদের দেবর সাবেক ওই সেনা সদস্য। এতে নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা। এমত অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রবাসী জুয়েলের স্ত্রী লাকি বেগম জানান, রুহুল আমিন দীর্ঘদিন ধরে আমাদের সাথে কারণে অকারনে বিরোধ করে আসছে আমাদের যাতায়াত্রের রাস্তা বন্ধ করতে গাছ রোপন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন । এমনকি আমাদের ব্যবহৃত একমাত্র শৌচাগারটি ভেঙে দিয়েছেন রুহুল আমিন। এমত অবস্থায় আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি সেই সাথে আমাদের প্রায় সাড়ে তিন লক্ষ টাকার যে ক্ষতি সাধন করেছে সে তার ক্ষতিপূরণের দাবি করছি।
Leave a Reply