ফারহানা আক্তার,জয়পুরহাট:দেশি-বিদেশী বিভিন্ন রকমের মাছ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নতুন চালের ভাত শাকসবজি পায়েস সহ নানা রকমের মিষ্টান্ন খাবার সহ ভরে উঠেছে প্রত্যেকটা ঘর।
জামাইদের নিয়ে হচ্ছে মাছ কেনার প্রতিযোগিতা। মাছের মেলায় দূর দূরান্ত থেকে জামাইরা আসে মাছ কেনার জন্য এটি বাঙালি জাতির একটি ঐতিহ্য যা বহু বছর ধরে মেলাটি বসানো হয়ে থাকে।
এই মেলা কে কেন্দ্র করে আশেপাশের লোকজনের মাঝে আমেজ ছড়িয়ে পড়ে। বাঙালি জাতির কাছে এই মেলাটি চিরস্মরণীয় হয়ে থাকবে।
নবান্ন হলো বাঙ্গালী জাতির সাংস্কৃতিক উৎসব। আবহমান কাল থেকে হৈমন্তীরকায় অগ্রহায়নের পহেলা দিবসের নতুন ফসল ঘরে তোলার উৎসবকে কেন্দ্র করে এই মেলা বসানো হয়ে থাকে।
বাঙালির চিরায়ত জীবনযাপনের ঐতিহ্য যেন প্রকাশ পায় এই দিনটিতে। বাঙালির আবহমান কালের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব বাঙালির সাংস্কৃতির একটি নিদর্শন।
Leave a Reply