শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত কাল ঢাকায় শরিফ ওসমান হাদি এবং এর আগে ৫ নভেম্বর চট্টগ্রামে এরশাদ উল্লার ওপর পরিকল্পিত হামলা প্রমাণ করে দেশে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস এখনো বন্ধ হয়নি। তারা এসব ঘটনায় জড়িত প্রকৃত দুস্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ মিছিল ও সমাবেশটির আয়োজন করেন আনিসুজ্জামান খান বাবু, গ্রাম সরকার বিষয়ক ইবাদিক, জাতীয় নির্বাহী কমিটি এবং গাইবান্ধা সদর-২ আসনের শীষের প্রার্থী।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।
Leave a Reply