কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্নাঢ্য রেলীর আয়োজন করা হয়।
রেলীটি উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে শ্রেষ্ঠ নারী অদম্য পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচির সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল প্রমুখ এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় শ্রষ্ঠ দুই অদম্য নারীকে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply