ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় সাদুল্লাপুর বালক দলকে ২/১ গোলে পরাজিত করেন গাইবান্ধা সদর বালল দল। মেয়েদের খেলায় ফুলছড়ি কে ১০-০ গোলে পরাজিত করেন পলাশবাড়ী বালিকা দল।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দল হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্ট বাস্তবায়ন করেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
টুর্নামেন্টে সাত উপজেলা ও এক পৌরসভা সর্বমোট আটটি বালিকা ও আটটি বালক দল অংশগ্রহণ করেন।
Leave a Reply