বাকেরগঞ্জ প্রতিনিধিঃ-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠী গ্রামে ১৯ ডিসেম্বর দিবগত রাতে সাইফুল ইসলাম সবুজ আকনের বাড়িতে রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় মাটির নিচ দিয়ে বিশেষ কায়দায় সিঁদ কেটে ঘরে ঢুকে হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ ডিসেম্বর) প্রায় ভোররাত পর্যন্ত সংঘবদ্ধ চোরের দল ঘরের আলমিরা, সোকেচ, ওভারড্রোপসহ বিভিন্ন স্থানে থাকা নগদ টাকা, স্বর্ণ অলংকার, জমা জমির প্রয়োজনীয় কাগজপত্র ও জামা-কাপড় চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সবুজ আকনের স্ত্রী ও তার মেয়ে এবং ছেলে, গণমাধ্যমকে জানান, বুধবার দিনগত গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত অবস্থান করে এবং ঘর থেকে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মালামাল সহ প্রায় ৩/৪ লক্ষাধিক টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায়।
Leave a Reply