কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বাংলা উন্নয়ন কমিটির সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস উক্ত সভার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।
বাউফল পৌরসভার প্যানেল মেয়র মো. ফরহাদ হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম প্রমুখ।
Leave a Reply