কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী-২ বাউফল আসনের স্বতন্ত্র পদ প্রার্থী হাসীব আলম তালুকদার নৌকার সমর্থনে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
রবিবার পটুয়াখালী জেলা রিটারিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এর নিকট উপস্থিত হয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
হাসীব আলম তালুকদার বাংলাদশ আ.লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এবং এভিআর গ্রুপের চেয়ারম্যান। তার বাবা মরহুম সামসুল আলম তালুকদার স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। তার বাবাকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পদক প্রদান করেন। এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রীর সাথে তাদের পরিবারের ঘনিষ্ট সম্পর্ক। নিজ এলাকার এ আসন হাসীব আলম তালুকদার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তিনি নৌকা থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ব্যাপারে হাসীব আলম তালুকদার সাংবাদিকদের বলেন, তিনি আ.লীগ পরিবারের লোক তার বাবা মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছেন। তিনি দল ও নৌকার বিপক্ষে নির্বাচন করবেন না বলে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
বাউফল আসনে তৃর্ণমূল বিএনপি’র প্রার্থী মাহবুবুল আলম, জাতীয় পার্টি থেকে মহসীন হাওলাদার ও বিএনএফ থেকে জোবায়ের হোসেন নৌকার বিপক্ষে লড়বেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আ.স ম ফিরোজ। এরপর থেকে টানা ক্ষমতায় আছেন এই সংসদ সদস্য। মাঝে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. শহীদুল আলম তালুকদার আ.স ম ফিরোজকে হারিয়ে প্রথম বারের মতো বিএনপি এই আসনে জয়লাভ করে। এরপর ২০০৮ সালের নির্বাচনে আ.স.ম ফিরোজ পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে হারানো আসন পুনরুদ্ধার করেন।
Leave a Reply