স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার- হাজী লুৎফর রহমান শেখ হাজী আব্দুল মালেক সরদার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
Leave a Reply