সৈকত রহমান, গাইবান্ধা : গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তরুণদের সংগঠন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা পৌর শহরের খন্দকার মোড় এলাকায় আর্ট একাডেমীতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী ২৬ জন শিক্ষার্থী তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। তিন গ্রুপের মোট নয় জন বিজয়ীকে প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীতায় গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের জিহাদ আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply