স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে প্যারিত মজুমদার নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশলা ইউপি মান্দ্রা গ্রামের পরেশ মজুমদারের ছেলে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শিশু প্যারিত মজুমদারের দাদা জন ফলিয়া বলেন- সকাল ১০টার দিকে আমার পুত্রবধূ বিউটি মজুমদার তার শিশু পুত্র প্যারিত কে নিয়ে বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে গিয়েছিল, কিছু সময় পরে সে পিছনে ফিরে দেখে প্যারিত মজুমদার নেই। অনেক খোঁজাখুঁজির পরে পাশের ডোবা থেকে প্যারিত মজুমদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশু প্যারিত মজুমদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply