বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুরে সরকারি নবাবের কাচারী বাড়ির সম্পত্তি উদ্ধারে নাটকীয়তার অভিযোগ সার্ভেয়ার ফোরকানের বিরুদ্ধে।
বিহারীপুর বোতরা বাজার ১নং খাস খতিয়ানভুক্ত সরকারী সম্পত্তি ও বাজার সংলগ্ন নবাবের কাচারী বাড়ীর সরকারী সম্পত্তি সরকারী সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারন করিয়া উদ্ধার পূর্বক সরকারী হেফাজতে নেওয়ার জন্য গত ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় কমিশনার, বরাবর স্থানীয় ও সরকারের পক্ষে একটি লিখিত আবেদন করেন মোঃ আইয়ুব আলী খান।
উক্ত আবেদনের প্রেক্ষিতে বরিশালের বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ করেন।
জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তে প্রেরণ করেন। সহকারী কমিশনার (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্ভেয়ার মোঃ ফোরকান হোসেনকে দায়িত্ব দেয়। একাধিকবার ঘটনাস্থলে গিয়েও কোনো সুরাহা করেনি সার্ভেয়ার ফোরকান। উল্টো হয়রানি করছে অভিযোগকারীদের। নবাবের কাচারী বাড়ীর সম্পত্তিতে বিএনপি নেতা মোঃ শামিম মৃধা তিনটি দোকানঘর তুলে ভাড়া দিয়ে দেন। জমি মেপে সীমানা নির্ধারণ করলেও পিলার স্থাপনে দেখান নানা অজুহাত।
স্থানীয়দের ধারা চারটি পিলার ক্রয় করিয়ে তা স্থাপনে আশ্রয় নেয় নাটকীয়তার। ঘটনাস্থলে গিয়ে পিলার স্থাপন না করে চলে যান সার্ভেয়ার ফোরকান। স্থানীয়রা জানতে চাইলে বলেন, পিলার স্থাপনে বাধা দিচ্ছে দখলদাররা। তবে দখলদারদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বিভিন্ন মাধ্যমে জানা যায়, দখলদারের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে যাচ্ছে সার্ভেয়ার ফোরকান। এমন বর্ণনা দিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরাবর স্থানীয়দের পক্ষে অভিযোগ দাখিল করেন মোঃ আইয়ুব আলী খান।
স্থানীয়রা আরো জানান, কাচারী বাড়ির জমিতে থাকা স্থানীয় আওয়ামী লীগের অফিস উচ্ছেদ করে দিলেও বহাল তবিয়তে রেখেছে অবৈধ দখলদারদের দোকানঘর।
সার্ভার ফোরকানের এমন কর্মকান্ডে হতবাক স্থানীয় আওয়ামীলীগ ও সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার ফোরকান আর্থিক লেনদেনের বিষয়ে অস্বীকার করে বলেন, সরকারি জমি উদ্ধারপূর্বক দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply