শাহ আলম মিয়া, কোটালীপাড়া : “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র উপজেলার ৪ জন জয়ীতাকে সম্মাননা ক্রেষ্ট ও ১৬ জনের মাঝে বাংলাদেশ মহিলা কল্যান পরিষদের স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের অনুকুলে সাধারণ অনুদানের ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আজ সোমবার বেলা ১১ টায় হল রুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার।
এ সময় বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী ময়ী বাগচী, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, জয়ীতা- রীতা বৈদ, এ্যাঞ্জেল মধু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, কাউন্সিলর- মহসিনা খানম, রোকেয়া বেগম, কৈশল্যা বাগচী, আব্দুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জয়ীতা, নারী নেতৃবৃন্দ ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
Leave a Reply