কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন যোগদান করেছেন।
রোববার প্রথম কর্মদিবসে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান ও কর্মকর্তাবৃন্দ, উপজেলা-পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে তিনি ফরিদপুরের ভাঙা উপজেলার ইউএনও ছিলেন। ৩৩তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য আজিম উদ্দিন নরসিংদী জেলার রায়পুরার কৃতি সন্তান।
Leave a Reply