শাহ আলম মিয়া, কোটালীপাড়া : “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদের সামনের সড়কে এক মানববন্ধন আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার মোল্লা সভাপতি বাংলাদেশ দুর্নীনি দমন কমিশন কোটালীপাড়া উপজেলা শাখা, সাধারন সম্পাদক জাবেদ আলী শেখ, অধ্যক্ষ শেখ হাসিনা মহাবিদ্যালয় দীলিপ ভাবুক, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সাবেক কমান্ডার আব্দুল মালেক সরদার, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, প্রভাষক আলাউদ্দিন হাওলাদার, শিক্ষক-হাবিবুর রহমান মুকুল কাজী সাফায়াতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, রোভার স্কাউট ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
পরে বাংলাদেশ রোভার স্কাউট কোটালীপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে বদলী জনিত কারনে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদকে সংবর্ধনা দেওয়া হয়।
বিকালে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজ মাঠ চত্ত্বরে আয়োজন করা হয় ফুটবল প্রতিযোগীতা।
Leave a Reply