মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : জেলার কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। গ্রাম বাংলার কৃষকরা ভালো ফলনের আশায়। উপজেলার ৮টি ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে উপশী কৃষি প্রণোদনা কর্মসূচীর রবি মৌসুমে উপশী বোরো ধানের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও সার বিতারণ করেন।
গত ৫ই ডিসেম্বর (মঙ্গলবার) কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আহমেদ, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়,কৃষি সম্পশারন অফিসার মোজাক্কের নোমান, অফিস সহকারী আলতাফ হোসেন, ও প্রান্তিক কৃষক সহ আরো অনেক।
২৪০০জন কৃষক এ কর্মসচীর আওতায় ১ জন কৃষক ১ বিষা জমির জন্য হাইব্রিড উফশী ধানের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সভায়তা দেওয়া হবে।
ভোটমারী ১১০,মদাতী ২৮০, তুষভান্ডা ৪৫০, দলগ্রাম২৫০, চন্দ্রপুর ২৬০, গোড়ল ৩৯০, চলবলা ৪০০, কাকিনা ইউনিয়নে ২৬০, জন কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন,বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকালে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক ও সেচ দিলে এবার লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি।
বীজ সংগ্রহকারী এক কৃষক বলেন, গত বছর অফিসের বীজ নিয়ে যে ফলন হয়েছে এবার অনুকূল আবহাওয়া থাকালে এবারো ভালো ফলনের আশকরছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।
Leave a Reply