মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : সরকারি নীতিমালা উপেক্ষা করে দিনাজপুরের বিরামপুরে প্রস্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ম্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষকের টালবাহানা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং সরকারি নীতিমালা অনুযায়ী নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে, বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী সোমবার (৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত স্বারকলিপি দিয়েছেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, পূর্বের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হবার পরে প্রস্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পছন্দের লোকজনকে নিয়ে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করে গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য প্রেরণ করেন। কিন্তু উক্ত কমিটি সরকারি বিধি মোতাবেক না হওয়ায় দিনাজপুর শিক্ষা র্বোড থেকে অনুমোদন দেওয়া হয়নি। সরকারি নীতিমালা অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষা বোর্ড থেকে প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করলেও তিনি ম্যানিজিং কমিটি গঠন না করে এককভাবে নিজের ইচ্ছেমতো বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সরকারি নীতিমালা অনুযায়ী দ্রুত ম্যানেজিং কমিটি গঠনের জন্য বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসির পক্ষ থেকে দাবি জানানো হয়।
প্রস্তমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাসুদুর রহমান জানান, পূর্বের কমিটির মেয়াদ শেষ হবার পরে প্রধান শিক্ষক সরকারি নীতিমালা অনুযায়ী নতুন ম্যানেজিং কমিটি গঠনের ব্যবস্থা না করে এককভাবে নিজের ইচ্ছেমতো শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন।
এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া সহ অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোকারাম হোসেন বলেন, বিদ্যালয়ের সবকিছুই স্বচ্ছভাবে চলছে।
দিনাজপুর শিক্ষা র্বোড থেকে তিনি পুনরায় ম্যানিজিং কমিটি গঠনের কোনো প্রতিবেদন বা চিঠি পাননি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
Leave a Reply