মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুর বিরামপুরে “প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস ও কারিতাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় দিবসটি পালিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় র্যালি ও আলোচনা সভার মাধ্যমে প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
উপজেলা অডিটরিয়ামে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
Leave a Reply