ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছেন একদল তরুণ তরুণী। তারা চান মানুষকে সচেতন করতে, ঝকঝকে শহর হিসেবে গাইবান্ধাকে বাংলাদেশের কাছে পরিচিত করে তুলতে।
তরুণদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা, সামাজিক কর্মকান্ড, অসহায় মানুষের পাশে দাঁড়াবার মহৎ উদ্দেশ্যে গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এইসব শিক্ষার্থীরা গড়ে তুলেছেন গাইবান্ধা ইউথ অর্গানাইজেশন নামে একটি সংগঠন।
মাঝে মধ্যেই তারা শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কে দাড়িয়ে মানুষকে উজ্জীবিত করার ব্যতিক্রমী নানা কর্মসুচি পালন করেন। এরই অংশ হিসেবে আজ শুক্রবার পৌরপার্ক, শহীদ মিনার প্রাঙ্গন,বিজয়স্তম্ভ এবং শহরের রাস্তায় রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। সাধারন মানুষ তাদের এই মহৎ কর্মকান্ডে অনেক খুশি।
তারা জানালেন, কিছু মানুষ ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা থাকার পরও অভ্যাসগত ভাবে এই জায়গাটিকে অপরিচ্ছন্ন করে তোলেন। মানুষ যদি সচেতন হন, তাহলে এমনিতেই গাইবান্ধা জেলা আবর্জনামুক্ত থাকবে।
Leave a Reply