শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (জহরেরকান্দি হাই স্কুল) এর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর অর্ধশত ছাত্রী অজ্ঞাত কারনে অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বার্ষিক মূল্যায়ন পরিক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
এতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজন ও স্কুল কর্তৃপক্ষ।
খবর পেয়ে ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্র ইনচার্জ এমদাদুল হক, রামশীল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অত্র ইউপি চেয়ারম্যান উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত রায় সাংবাদিকদের জানান, পরিক্ষা চালাকালে হঠাৎ কয়েকজন ছাত্রী হাচি কাঁশি দিয়ে নাকমুখ চেপে ধরে বমি বমি ভাব হয়ে মাথা ঘুরে পড়ে যায়, দ্রুত তাদের বাহিরে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। ছাত্ররা সবাই ভালো আছে, আমাদের বিদ্যালয়ে পূর্বে কোনদিন এ রকম ঘটনা ঘটেনি। আজ কি কারনে ঘটেছে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
একাধিক অসুস্থ ছাত্রী বলেন, হাঠাৎ মাথাঘুরে বমি হাচি কাঁশির প্রভাবে অসুস্থ হয়ে পড়ি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আসাদুজ্জামান শেখ বলেন, আতঙ্ক থেকে এ ঘটনা ঘটেছে।
Leave a Reply