স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন সন্তানের জনক জামাল মোল্লা (৩৫) নামক এক লম্পটের কুকর্মে দিশেহারা হয়ে পড়েছে এলাকাবাসী। সে উপজেলার আমতলী ইউপি উত্তরপাড়া গ্রামের মতি মোল্লার ছেলে।
মাদক কারবার, সেবন, চুরি, যৌন কেলেঙ্কারী সহ এহেন অপকর্ম নেই যা সম্ভব নয় এই লম্পটের দ্বারা। হেনস্থার শিকারও হয়েছে একাধিকবার। ভ্যান চুরি ও মাদক কারবারের ঘটনায় তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান।
জটিয়ারবাড়ী, পূর্বপাড়া, উত্তরপাড়া, সিতাইকুন্ড সহ বিভিন্ন এলাকায় রাত বিরাত ভ্যান চালানোর নামে ঘুরে বেড়ায় এই কুখ্যাত চোর।
নাম প্রকাশ না করার শর্তে এ সব গ্রামের অসংখ্য নারী পুরুষ জানান, রাতের আধারে দরজা-জানালায় ধাক্কা মারে জামাল, তার কারনে আমরা শান্তিতে ঘুমাতে পারি না, সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়, প্রশাসনের কাছে এই লম্পটের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই আমরা । গত শুক্রবার রাত ২টার দিকে পূর্বপাড়া গ্রামের সৌদি প্রবাসী হাফিজুর রহমান গাজীর ভবনে ঢুকলে হাতেনাতে ধরে গনধোলাই দিয়ে তাকে বেধে রাখে স্থানীয় জনতা।
খবর পেয়ে লম্পটের পরিবার পরিজন, মোড়ল জহুরুল ইসলাম, ইউপি সদস্য সেন্টু শেখ, লোকমান মোল্লা সহ গন্যমান্য ব্যক্তিবর্গের সমঝোতায় লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পায় জামাল।
কিছু প্রতিবেশী জানান, হাফিজুরের ভবনের দরজা জানালা লাগানো ছিলো, জামাল কি ভাবে ঐ ভবনে ঢুকলো? এটা রহস্য জনক।
এ ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে গিয়ে জামালকে না পেলেও স্ত্রী জানান, আমার স্বামী রাত ২/৩টা পর্যন্ত ভ্যান চালায়, পূর্বপাড়া হাফিজুরের বাড়ী চুরি করতে গিয়ে ধরা পড়ে।
মিলন গাজী বলেন, ঘটনা যা ঘটেছিলো মুরব্বিরা মিটিয়ে ফেলেছে, এ ব্যাপারে আর কথা বলতে চাই না।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।
Leave a Reply