মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার লেবুগাতী ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে আমা তিন নম্বর ইট যা কিছুদিন যেতে না যেতে ভেঙ্গেচুরে যাবে। স্থানীয়রা জানান ক্ষমতাশালীদের দুর্নীতির কাছে আমরা সাধারণ মানুষ খেলার পুতুল হয়েছি। না হলে সামনের পরে এমন তিন নম্বর ইট দিয়ে সড়ক নির্মাণ করতে পারেনা। আমরা প্রতিবাদ করতে গেলেই মামলা হামলার ভয় দেখায়, যে কারণে আমরা কোন প্রতিবাদ করার সাহস পায়না।
অন্যদিকে লেবুগাতী ব্রিজের দুইপাশে ৬০ মিটার করে মোট ১২০ মিটার সড়ক নির্মাণে এমন বাজে কাজ করার জন্য ফুঁসে উঠেছে স্থানীয়রা তারা অনতিবিলম্বে ওই সড়ক নির্মাণ সঠিকভাবে করার জন্য জোর দাবি জানান।
এবিষয়ে লেবুগাতী ব্রিজের দুইপাশে সড়ক নির্মানের দায়িত্বে থাকা মোঃ মাহমুদ ফারাজী সড়ক নির্মাণ কাজে আমা তিন নম্বর ইট ব্যবহার করার বিষয়টি অস্বীকার করে বলেন, কোন কাজ খারাপ হচ্ছে না। নির্মাণ কাজ খারাপ করলে আমাদেরই ক্ষতি তবে আমি বিষয়টি দেখতেছি, নির্মাণ কাজ খারাপ হলে ভালো করে কাজ করার উদ্যোগ নিবো।
এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বিষয়টি আমার নলেজে এসেছে আমি দেখতেছি যদি অনিয়ম হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply