শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় রহস্যজনক অগ্নীকান্ডে বসত ঘর, কাচারী ঘর ও খড়ের পালাসহ একটি বাড়ী পুড়ে ভস্মীভুত হয়। এ ঘটনায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউপি গোপালপুর গ্রামে মৃত: দেলোয়ার হাওলাদারের বাড়ীতে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রাতে ফাঁকা বসত ঘরে রহস্যজনক ভাবে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বাড়ীতে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
তবে জন জীবনের ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
আগুন নিভাতে আসা একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- আগুনে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে।
সংবাদ পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ খায়রুল আলম, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান ও ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply