মাসুদুর রহমান (মোর্শেদ), বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরগোমা গ্রামের এক সংখ্যালঘু পরিবারের নির্মাণাধীন পাকা ভবন ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত ১২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ৪ নং দুধাল ইউনিয়নের চরগোমা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার কার্তিক চন্দ্র হাওলাদারসহ ৪ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরগোমা গ্রামের সুধংশ চন্দ্র হাওলাদার পিতাঃ- সুধীর চন্দ্র হাওলাদার গোমামৌজার জেল নং ৮৬ খতিয়ান নং ১৩৬১/১ আন থেকে বিগত ৩০/৩৫ বছর আগে ১৪ শতাংশ জমি ক্রয় করে সেখানে কাঠের ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন কাঠের ঘরটি বাসস্থানের অনুপযোগী হয়ে যাওয়ায় পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন।
আসামিরা অসৎ ও পরবৃত্ত লোভী হওয়ায় ক্ষমতার জোরে অবৈধভাবে জমি দখলের অসৎ উদ্দেশ্যে নির্মাণ কাজে বাধা প্রদান করে। বাধা না মানায় নির্মাণাধীন ভবনের ওয়াল রাতের আঁধারে উল্লিখিত আসামীরা সহ ভাড়াটিয়া লোকজন নিয়ে গত ১২ নভেম্বর গভীর রাতে ভবনের চতুর্দিকের ওয়াল ভেঙে ফেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কার্তিক চন্দ্র হাওলাদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের ভয়ে কথা বলতে সাহস পায় না। অভিযুক্ত কার্তিক চন্দ্র হাওলাদারের অন্যের সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করাই তার নেশা ও পেশা বলে জানান অনেকেই । ঠিক একই ভাবে সুধংশ হাওলাদারের জমি ও অবৈধভাবে জোর পূর্বক ভোগ দখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সুধংশ চন্দ্র হাওলাদার এর বাবা সুধীর চন্দ্র হাওলাদার কে মিথ্যা মামলা হামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন রাতে ভবনের দেয়াল ভাঙ্গার সময় শব্দ পেয়ে সুধাংশ হাওলাদার এর বাবা ও মা বাহিরে বের হয়ে বাঁধা দিলে ভুক্তভোগী পরিবারের লোকজনকে অভিযুক্ত কার্তিক চন্দ্র হাওলাদার ও তার ছেলে হৃদয় হাওলাদার তাদেরকে ধরে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রে গলায় ঠেকিয়ে আটকে রেখে অন্যান্য আসামিরা এ সময় ভবন নির্মাণের কাজে আনা এক টন রড ও ৫০ বস্তা সিমেন্ট নিয়ে যায় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী সুধীর চন্দ্র হাওলাদার ও তার স্ত্রী আরও অভিযোগ করেন, ওই জমির কাছে গেলে তাদের খুন জখম করার হুমকি প্রদান করেন অভিযুক্তরা।
এ ব্যাপারে সরেজমিনে ও মুঠোফোনে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এবিষয়ে বাকেরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এঘটনায় একটি সাধারণ ডাইরি হয়েছে তদন্ত চলছে তদন্ত শেষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply