ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘরের গুড়গুড়িয়া গ্রাম থেকে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এসময় পুলিশ তিনজন মাদক করাবারিকে আটক করেছে।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টার সময় ফকিরহাট মডেল থানায় এক প্রেস ব্রিফিং-এ বাগেরহাট পুলিশ সুপারের বরাদ দিয়ে ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম এই তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি দল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার মূলঘরের গুগগুড়িয়া গ্রামের ঢোঙ্গর গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বারিখলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৮), একই উপজেলার বায়েক গ্রামের চারু মিয়ার ছেলে মো. আবুল বসার (৩৭) ও মৃত শাহাজান মোল্লার ছেলে রহিম মোল্লা (২০)। এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ফকিরহাট মডেল থানার এসআই অনুপ রায়ের নেতৃত্বে এএসআই মো, বাদশা বুলবুল, আব্দুল্লা আল মামুন, মো. আশরাফ আলী, মো, শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-১৫।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মাদককারবারীদের আজই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
Leave a Reply