কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় উপজেলার অগ্রনী ব্যাংক পিএলসি বাউফল শাখার উদ্দ্যোগে ওই কর্মসূচী পালিত হয়।
উপজেলা শাখার ব্যাবস্থাপক ইশতিয়াক মোহাম্মাদ আরিফ রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বরিশাল সার্কেল মহাব্যাপস্থাপক মোঃ সামিউল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান গনেশ চন্দ্র দেবনাথ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোঃ নাজমুল হাসান, আগ্রণী ব্যাংক বরিশাল সার্কেলের এসও মো জাহিদুল ইসলাম, বাউফল শাখার এসও মো তারিকুল হাসান মামুন।
এছাড়া গ্রাহকদের ভিতরে উপস্থিত ছিলেন আবদুস সালাম, জিয়াউল করিম, সঞ্জিত সাহা, উত্তম কুমার সাহা, আরিফুর রহমান, আলতাফ হোসেন এবং তরণ উদ্যোক্ত সামসুল হুদা।
প্রধান আতিথির বক্তব্যে সমিউলহুদা বলেন, বাংলাদেশ সরকরের ২০৪১ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন ও জাতীয় আর্থিক অন্তভর্ূক্তি কৌশল ২০২৩-২৬ নিশ্চিত করণে সাধারণদের মধ্যে সম্যক ধারনা পৌছে দিতে অগ্রণী ব্যাংক স্বাক্ষরতা কর্মসূচী পালন করছে।
এসময় ব্যংক ঋন নিয়ে কয়েকজন গ্রহক স্ববলম্বি হয়েছেন বলেও জানান তিনি।
Leave a Reply