বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জে ৩ পদের বিপরীতে ২০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠছে মাদ্রসা কতৃপক্ষের বিরেুদ্ধে। উপজেলার বিরংগল দারুচ্ছুন্নাৎ মাদ্রসায় এ ঘটনা ঘটে। পদ গুলো হল- সহকারী সুপার, নিরাপত্তাকর্মী ও আয়া।
শনিবার গোপনে পছন্দের প্রার্থীদের নিয়ে মাদ্রসায় নিয়োগ পরীক্ষার আয়োজন করে ৩ পদে ২০ লাখ টাকার বিনিময় নিয়োগ দেয় কতৃপক্ষ।
এ ঘটনা জানাজানি হলে অনেক আগ্রহী প্রর্থীরা মাদ্রসায় জড় হলেও তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাম না প্রকাশের শর্তে একাধিক আগ্রহী প্রার্থী জানান, মাদ্রসার সুপার আব্দুস শাকুর ও মাদ্রাসার সভাপতি বশির উদ্দিন শিকদার টাকার বিনিময় তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে গোপনে পরীক্ষার আয়োজন করেন। এ ঘটনায় তার ২০ লাখ টাকার ঘুষ বাণিজ্য করেন তারা।
জানতে চাইলে আমিরুল ইসলাম জসিম নামের এক এলাকাবাসী জানান, এর আগেও দুই দুবার পরীক্ষা স্থাগিত হয়েছে ঘুষের অভিযোগে। এ ঘটনায় আদালতে মামলা চলে। তার পরেও তারা কি ভাবে পরীক্ষার আয়োজন করেন আমার জানা নেই। সকল আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করার কথা আদালত অবগত করার পরেও এ আয়োজন আদালত অবমাননার সমান। আমরা এ নিয়োগের বিরুদ্ধে আবারো আদালতে যাব।
আবু তোহা জানান, আমার আপর ছোট ভাই নিরাপত্তাকর্মীর জন্য আগ্রহী প্রার্থী থাকলেও আমার ভাইকে পরীক্ষা অংশগ্রন করতে দেয়নি। এমনকি আমরা জানতেই পারিনি কবে পরীক্ষা হবে। হটাৎ আজ (শনিবার) সকালে দেখি মাদ্রাসায় পরীক্ষা চলে। এ গোপন পরীক্ষা আমরা মানিনা। আবার সকল আগ্রহী প্রার্থীদের নিয়ে পরীক্ষা নেওয়ার দাবী জানাই।
যদিও অভিযোগের বিষয়ে মাদ্রসার সভাপতি বশির উদ্দিন শিকাদার সাংবাদিকদের জানান, নিয়ম মেনে দেশের সর্বাধিক জনপ্রিয় দুটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতিটি পদের বিপরীতে ৬/৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন। এখন ইচ্ছে করে যদি কেউ পরীক্ষার জন্য আবেদন না করে এর জন্য কে দায়ী থাকবে?
নিয়োগের বিষয়ে জানতে চাইলে ডিজির প্রতিনিধি আবুল বাসার জানান, নিয়মানুযায়ী পরীক্ষা না হলে পরেও নিয়োগ পরীক্ষা বাতিল করা সম্ভব। আমার জানা মতে এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।
Leave a Reply