ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : পরিষ্কার-পরিচ্ছন্ন গাইবান্ধা গড়ার লক্ষে একদল তরুণ-তরুণী পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন গাইবান্ধা রেলওয়ে স্টেশন।
স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন শুক্রবার (১৭নভেম্বর) সকালে তাদের নিজস্ব ভলেন্টিয়ার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় সংগঠনের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী একত্র হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন ও অন্যান্য বর্জ্য পদার্থগুলো পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেছেন এবং আশেপাশের লোকজনদের যথাস্থানে ময়লা ফেলতে সচেতন করেছেন।
পরিচ্ছন্ন কাজ শেষে ডাস্টবিন ছাড়া (নির্দিষ্ট স্থান) কোথাও ময়লা না ফেলতে মানুষকে উদ্বুদ্ধ করেন তারা । সবার সম্মিলিত চেষ্টায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠুক গাইবান্ধা তথা দেশ এমনটাই প্রত্যাশা তাদের।
পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন জিহাদ আকন্দ, আশফিকা জাহান আফি, এস এম মামুন, ফয়সাল, নাইমুর রহমান, মুহাম্মদ আকুল, রেজোয়ান সরকার, নাইম সরকার, তাওহীদ হাসান, মোহাম্মদ শিমুল, খায়রুল ইসলামসহ অন্যান্যরা।
Leave a Reply