নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সুসংবাদে আনন্দ মিছিল করেন।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবু এর নেতৃত্ব শত শত নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেন।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বারদী ইউনিয়ন পরিষদ থেকে আনন্দ মিছিল বের করেন।
এ সময় চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবু বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার সুসংবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ মিছিল বের করি। এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।
আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার ও ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এবং জামাত বিএনপির অগ্নিসংযোগ ও যেকোনো নৈরাজ্য রুখতে আমরা সব সময় ঐকবদ্ধ হয়ে সব সময় রাজপথে আছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মোকাবেলা রুখতে রাজপথে আছি এবং সবাই নিয়ে সব সময় থাকব। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব।
Leave a Reply