কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীতে একই মায়ের একত্রে ৪ টি সন্তানের জন্ম হয়েছে। সন্তানদের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন ওই মা।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় “Quadruplates” অর্থাৎ একজন মায়ের একত্রে চারটি বাচ্চার জন্মদান।
৩ টি মেয়ে শিশু ও ১ টি ছেলে শিশুর জনক- জননী হলেন পটুয়াখালী শহরের শান্তিবাগের মাজহারুল ইসলাম রানা ও সানজিদা আক্তার রিয়া। পটুয়াখালীর জৈনকাঠীর সানজিদা আক্তার রিয়ার সাথে টাঙ্গাইলের মাজহারুল ইসলাম রানার সাথে কয়েক বছর পূর্বে বিয়ে হয়। মাজহারুল ইসলাম পেশায় একজন পেশকার।
সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১০ টার দিকে হলি টাচ হসপিটালে গাইনি বিশেষজ্ঞ ডাঃ জাকিয়া সুলতানা’র তত্ত্বাবধায়নে সানজিদা নামের এ মায়ের সিজার করলে ৪ সন্তানের জন্ম হয়।
শিশুগুলোর ওজন হয়েছে যথাক্রমে ১.৯ কেজি, ১.৯ কেজি, ১.৮ কেজি ও ১.৬ কেজি। জন্মের পর ৪ নবজাতক ও মা সকলেই সুস্থ আছেন।
এদিকে এমন একটি সফল অপারেশনের জন্য ডাঃ জাকিয়া সুলতানার ভূয়সী প্রশংসা করেছেন ওই শিশুদের মামা।
Leave a Reply