স্টাফ রিপোর্টার : সকল যল্পনা কল্পনা শেষে, বিরোধী দলের জ্বালাও পোড়াও আন্দোলন ভেদ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সন্ধ্যা ৭ টায় টেলিভিশনে জাতীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফশীল ঘোষণার খবর পেয়ে সারা দেশের ন্যায় আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমনা হাজরা, রুহুল আমীন খান, আওয়ামী লীগ নেতা- জাহাঙ্গীর হোসেন খান টুটুল শেখ কবিরুল ইসলাম রুনি বাচ্চু হাজরা হাবিবুর রহমান মুকুল, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু সহ উপজেলা আওয়ামীলীগ ও সগযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমূখ।
Leave a Reply