মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে আগামীকাল ভৈরব নদে (১৭ নভেম্বর) শুক্রবার ঐতিহ্যবাহী বার্ষিক ১২তম নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
নওয়াপাড়া পৌরসভার সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বার্ষিক নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
১৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বার্ষিক নৌকা বাইচের ১২তম আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
তিনি আরও বলেন, অভয়নগরের মানুষের সুস্থ বিনোদনের জন্য ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রতি বছর পৌরসভার আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
এবছর কয়রা, দিঘলীয়া, তেরখাদা, মাগুরা, মুকসুদপুর ও টুঙ্গীপাড়া থেকে মোট ৯টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করবেন। নৌকা বাইচ সফল করার লক্ষ্যে এ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ,পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা,জাহাঙ্গীর বিশ্বাস, মো.তালিম হোসেন, পৌর মেয়র শেখ আব্দুস সালাম, বিপুল শেখ, তানভীর হোসেন তানু, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর জব্বারসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a Reply