এস.এম দুর্জয়, গাজীপুর : বিএনপি-জামাতের নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপির) নির্দেশনায় (১৫ নভেম্বর) বুধবার বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে উড়াল সেতুর নিচে শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিএনপির নৈরাজ্য অবরোধ, হরতাল, অগ্নি সন্ত্রাস থেকে জনগণের জানমাল রক্ষার্থে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত শান্তি মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো:হুমায়ুন কবির হিমু।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড.হারুন অর রশীদ ফরিদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মো:আমজাদ হোসেন বি.এ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ।
শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মো:শফিক সরকার, শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো:শারফুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা লুৎফর রহমান মন্ডলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply